চায়না সবচাইতে কমে বাজেট ট্যুরের বিস্তারিত

সবার অনুরোধে আবারো ১৯ ফেব্রুয়ারি ২০২৬ থেকে আসা যাওয়ার সহ পাঁচদিনের চিপেস্ট বাজেট চায়না বিজনেস ট্যুরের কার্যক্রম-

প্রথম দিন : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

চায়নার উদ্দেশ্যে রওনা হব,ইন্ শাআল্লাহ।

দ্বিতীয় দিন : ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

চায়না পৌছে রুম বুঝে নেওয়া এবং প্রাথমিক বিশ্রাম নিয়ে দুপুরের সিম কেনা,ভিপিএন চালু করা, মানি এক্সচেঞ্জ করে সানিয়ানলী বাংলা মার্কেটে দুপুরের খাবার খেয়ে ব্যাটারি কেসিং ডিসপ্লে পাওয়ার ব্যাংক হেডফোন সহ বিভিন্ন মোবাইল এক্সেসরিজের পাইকারি বাজার ভিজিট এরপর নাম পান্তাশার নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে ঘরে রুমে ফিরে আসা

তৃতীয় দিন : ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

ঘরি জুতা ব্যাগ বেল্ট চশমা,লেদার, কসমেটিক্স ও মেটেরিয়ালস এর পাইকারি বাজার
বাঙালি পাড়া সানইয়ানলির ঢাকা হোটেল রাঁধুনী হোটেল রেড চিলি ভিজিট
অল্প পণ্য কিনে চাইনা ওয়ার হাউজের মাধ্যমে আনার ডুোর টু ডোর সার্ভিস ভিজিট, সাহাবী মসজিদ ও বেইজিং লো হয়ে রুমে ফিরে আসবো

চতুর্থ দিন : ২২ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার

সকালে সেকেন্ড হ্যান্ড মোবাইল ল্যাপটপ ক্যামেরা এলসিডি ড্রোন, কাপড়ের পাইকারি মার্কেট, নতুন মোবাইল ল্যাপটপ মার্কেট, ফার্নিচারের মার্কেট ভিজিট সন্ধ্যায় ক্যান্টন টাওয়ার ভিজিট করে রুমে ফিরে আসবো। বা যাদের ব্যক্তিগতভাবে বিভিন্ন মার্কেট বা ফ্যাক্টরি ভিজিট প্রয়োজন তাদেরকে সেই মার্কেট ফ্যাক্টরি ভিজিট এর সুযোগ দেওয়া হবে,খরচ তোলার প্রয়োজনীয় কেনাকাটা, কাপড়ের সর্ববৃহৎ মার্কেট বাইমা ভিজিট ও প্রয়োজন অনুযায়ী প্রত্যেকের ব্যক্তিগত কেনাকাটা করে রুমে ফিরে আসবো।

৫ম দিন ২৩ ফেব্রুয়ারি ২০২৬
লাগেজ গুছিয়ে দেশের উদ্দেশ্যে রওনা হওয়া

এখানে যা আছে এর বাইরেও যদি কারো কোন ডিমান্ড থাকে বললে তাকে তার মার্কেটে পাঠানো হবে, বেশিদিন থাকতে চাইলে পূর্ব থেকে জানালে থাকতে পারবেন।

টিকেট প্রাপ্তির উপর ভিত্তি করে ডেট ২/৩দিন আগে পরে হলেও পাঁচ দিনের সুচি এটাই থাকবে।

প্যাকেজের মধ্যে কি কি আছে :
১.আসা যাওয়ার বিমান ভাড়া
২.মানসম্মত হোটেলে থাকা
৩.হালাল ব্রেকফাস্ট
৪.বাস মেট্রোর ব্যবহার
৫.বাস ও মেট্রোর ভাড়া
৬.রাতের বাংলা খাবার
৭.এয়ারপোর্ট থেকে হোটেল হোটেল থেকে এয়ারপোর্ট পিকআপ অ্যান্ড ড্রপ
৮.চায়নাতে সার্বক্ষণিক গাইড

প্যাকেজের বাইরে কি কি আছে :
১.ভিসা
২.দুপুরের খাবার
৩.সকল ধরনের ব্যক্তিগত খরচ
৪.প্যাকেজে উল্লেখ নেই এমন যেকোনো খরচ

প্যাকেজের মূল্য :
বাংলাদেশের চিপেস্ট বাজেট আসা-যাওয়ার সহ পাঁচ দিনের প্যাকেজ মাত্র ৬৫ হাজার টাকা । ফিক্সড প্রাইস সম্পূর্ণ টাকা রেজিস্ট্রেশনের সময় দিয়ে দিতে হবে।

বুকিং দিতে করণীয় :
এখনই বা একান্ত অসুবিধা থাকলে সর্বশেষ ১ জানুয়ারি ২০২৬ এর মধ্যে সরাসরি অফিসে এসে অথবা মোবাইলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে
৬৫ হাজার টাকা ও ভিসা ফি জমা দিয়ে বুকিং কনফার্ম করতে হবে।

#অফিস #Office_Huzaifa
হুজাইফা এন্টারপ্রাইজ
43 হাটখোলা রোড, টিকাটুলি,
চৌধুরী শপিং মল, লেভেল-4,
রাজধানী সুপার মার্কেট এর পাশের বিল্ডিং, ঢাকা 1203।
https://wa.me/8801618450580
https://wa.me/8801407028111
https://wa.me/8801407028112

ট্যুরের সর্বমোট খরচ: ডিরেক্ট ফ্লাইটে আসা যাওয়া টুইন শেয়ার হোটেলে থাকা সকালে ব্রেকফাস্ট রাতের বাংলা খাবার যাতায়াত সব কিছু সহ কিরে চার রাতের প্যাকেজ মাত্র ৬৫ হাজার টাকা
রেজিস্ট্রেশন :এখন ৬৫ হাজার টাকা ও ভিসা ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে

#অফিস #Office_Huzaifa
হুজাইফা এন্টারপ্রাইজ
43 হাটখোলা রোড, টিকাটুলি,
চৌধুরী শপিং মল, লেভেল-4,
রাজধানী সুপার মার্কেট এর পাশের বিল্ডিং, ঢাকা 1203।
https://wa.me/01407028112

রিফান্ড পলিসি :

১.ভিসা প্রসেসিংয়ে দেওয়ার পূর্বে জানালে সম্পূর্ণ টাকা ফেরত।

২.ভিসা প্রসেসিং দেওয়ার পরে জানালে ভিসা ফি বাদ দিয়ে বাকি টাকা ফেরত

3.ভিসা আসার পরে জানালে ভিসা ফি প্লাস ১০ হাজার টাকা সার্ভিস চার্জ কেটে বাকি টাকা ফেরত

4.টিকেট কাটার পরে জানালে সম্পূর্ণ টাকা অফেরত যোগ্য।

5.কোন কারনে ভিসা হতে দেরি হলে তার টিকেট কাটা থাকলে, ভিসা হওয়ার পরে পরবর্তী ট্যুরে তাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু কোন টাকা ফেরত পাবে না। সেই সাথে টিকেট রিসডিউল করতে যত টাকা আসবে সেটা দিতে হবে।

6.যদি কোন ভাবেই তিন মাসের মধ্যে ভিসা না হয় তাহলে ১০ হাজার টাকা সার্ভিস চার্জ কেটে রেখে বাকী টাকা ফেরত পাবে। তবে টিকেট কাটা থাকলে এসব বাদ দিয়ে যদি কিছু থাকে ফেরত পাবে।

৭.বাজেট প্যাকেজের সকল টিকেট অফেরতযোগ্য এবং অপরিবর্তনীয়। তাই টিকেট কাটার পূর্বে ভালোভাবে নিশ্চিত হয়ে নিন।

৮.বুকিং এর লাস্ট ডেটের পরে বিমান টিকেট এর উপর ভিত্তি করে প্যাকেজ রেট ২ লাখ টাকা পর্যন্ত হতে পারে

৯. টিকিটের উপর ভিত্তি করে প্যাকেজ ২/৩পর্যন্ত দিন আগে পরে হতে পারে

উপরোক্ত বিষয়টি বারবার পড়ে একমত হলেই টাকা জমা দিবেন, অন্যথায় টাকা জমা দিবেন না।

আল্লাহ আপনার মঙ্গল করুন ও সুখ সমৃদ্ধি দান করুন, আমিন। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ের মঞ্চে।

EBL ইবিএল ব্যাংকের যেকোন ব্রাঞ্চে
Bank Name: Eatern Bank Ltd (EBL)
Account Name: Huzaifa Enterprize
Account No : 1171070132707
Swift Code: EBLDBDDH
Routing No: 095274188
Branch Moghbazar, Dhaka, Bangladesh

Bkash/ Nagod Personal
বিকাশ/ নগদে টাকা জমা দিলে অবশ্যই খরচসহ দিতে হবে
+8801618450580

উপরোক্ত যেকোনো একটি মাধ্যমে টাকা জমা দিয়ে অবশ্যই রিসিট শেয়ার করবেন। জানাবেন কি বিষয়ে কেন টাকা জমা দিয়েছেন।

বি.দ্র:
১. সাধারণত চায়নার স্ট্যান্ডার্ড প্যাকেজ গুলো ৮০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে সব সময় থাকে
2. আমরা চায়নার সকল ধরনের ভিসার সহযোগিতা করে থাকি
3. চায়না থেকে পণ্য আনার সংক্রান্ত যেকোনো বিষয়ে আমাদের সহযোগিতা নিতে পারেন
4. ব্যবসায়িক জাতির গর্বিত অংশীদার হিসেবে বাংলাদেশে আমরাই সর্বপ্রথম 2013 সাল থেকে বেকারত্ব সম্পূর্ণরূপে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠনে কাজ করছি
5. আপনিও যাইবার সাথে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে ব্যবসায়িক জাতির গর্বিত অংশীদার হন
6. বিশ্বের প্রায় সকল দেশে বিজনেস সেটআপ করে স্থায়ীভাবে বসবাসের সুযোগ আছে। আপনি চাইলে খুব সহজেই সুযোগ নিতে পারেন।
7. যাই করবেন বারবার ভেবেচিন্তে দেখে শুনে বুঝে করবেন তাহলেই ইনশাআল্লাহ আপনি বিজয়ী হবেন।

মনে রাখবেন বুকিং এর লাস্ট ডেটের পরে বিমান টিকেট এর উপর ভিত্তি করে প্যাকেজ রেট ২ লাখ টাকা পর্যন্ত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *